রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য আটলান্টিম মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল বেশ কুখ্যাত। এর চেয়েও ভয়ংকর রহস্যময় স্থান ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’। অদৃশ্য হয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং রহস্যময় ঘটনাবলীর জন্য এটা বিশ্বব্যাপী আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই স্থানে ২০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে, যাদের আর খুঁজে পাওয়া যায়নি।
আলাস্কার এক বিস্তীর্ণ অঞ্চল, যা ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যানকোরেজ এবং জুনিওর মাঝামাঝি এই স্থানে নিখোঁজ হওয়া মানুষদের আর খুঁজে পাওয়া যায়নি।
বিজ্ঞানবিষয়ক সংস্থা আইএফএল সাইন্সের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে অ্যানকোরেজ থেকে জুনিওরে যাওয়ার সময় একটি ছোট বিমান হারিয়ে যায়। ওই বিমানে দুইজন মার্কিন রাজনীতিবিদসহ মোট চার আরোহী ছিলেন। হঠাৎ করে বিমানটি হারিয়ে যাওয়ার পরই আলাস্কা ট্রায়াঙ্গেল সবার নজরে আসে।
বিমানটি খুঁজে পেতে ওই সময় ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে বিমান এবং এটির আরোহীদের আরও কখনো খুঁজে পাওয়া যায়নি।
আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেল বোগ। তিনি আবার ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য। হেল বোগ ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব বের হয়।
সেখানে হারিয়ে যাওয়ার কারণ:
কেন এই এলাকায় মানুষ বারবার হারিয়ে যায়, তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেউ কেউ মনে করেন, সেখানে অদৃশ্য চুম্বকীয় শক্তি কাজ করে। আবার অনেকের ধারণা, এ অঞ্চলে এলিয়েনের উপস্থিতি আছে।
তবে গবেষকদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তৃর্ণ এবং বড়। সেখানে অনেক জনহীন এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ হারিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না।