ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটেই গ্রানিত শাকার গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় মাইঞ্জ। জয়সূচক গোলের জন্য লেভারকুসেনকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। দূরপাল্লার শটে দলটিকে দ্বিতীয় গোলটি এনে দেন রবার্ট আন্ডরিখ। এই গোলই শেষ পর্যন্ত নিশ্চিত করে বুন্দেসলিগায় লেভারকুসেনের ১৯তম জয়।
এ জয়ে ২৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট এখন ৬১। এক ম্যাচ কম খেলে বায়ার্নের পয়েন্ট ৫০। এই মুহূর্তে লিগ জয়ের দৌড়ে বায়ার্নের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে লেভারকুসেন। ম্যাচ শেষে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেওয়া আন্ডরিখ বলেছেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। কিছুটা ভাগ্যের জোরেই জয়টা এসেছে।’