বাফুফের ১৫তম সদস্য নির্বাচিত হলেন সাবেক ফুটবলার মনি – DesheBideshe

বাফুফের ১৫তম সদস্য নির্বাচিত হলেন সাবেক ফুটবলার মনি – DesheBideshe

ঢাকা, ৩০ নভেম্বর – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ১৫তম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে মনি ও এখলাছ উদ্দিন সমান ৬১টি করে ভোট পেয়েছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) এই দুজনের মধ্যে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ৫৬-৫১ ভোটে এখলাছ উদ্দিনকে হারিয়ে সদস্য নির্বাচিত হন মনি।

এদিন বাফুফে ভবনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ১৩৩ কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দিয়েছেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানিয়েছেন, সবগুলো ভোটই বৈধ হয়েছে।

এর আগেও নির্বাচনে অংশ নিয়েছিলেন সাইফুর রহমান মনি। তবে সেবার পাস করতে পারেননি। এবার নির্বাচনে পাস করে ঠিকই জায়গা করে নিয়েছেন বাফুফের নির্বাহী কমিটিতে।

এই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ হলো বাফুফের নির্বাহী কমিটি। ২১ সদস্যের কমিটির মধ্যে ২৬ অক্টোবর ২০ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি একজন নির্বাচিত হলেন শনিবার।

অবশেষে নির্বাচনে জয় পেয়ে মনি বলেন, চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।

সাইফুর রহমান মনি এখন চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ। বাফুফে নির্বাহী কমিটির সদস্য, আবার প্রিমিয়ার লিগের কোচ, এ প্রসঙ্গে মনি বলেন, ফুটবল ফেডারেশন থেকে আমাকে ফুটবল উন্নয়নে যে দায়িত্ব দেবে সেটা পালন করবো। আর কোচিং আমার পেশা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ নভেম্বর ২০২৪



Scroll to Top