বাড়িতে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

বাড়িতে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পড়ে গিয়ে আহত হয়েছেন। এই ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে দুর্ঘটনার শিকার হওয়ার পর ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয় বলে জানিয়েছেন তার এক সহযোগী।

বার্তা সংস্থা এএফপিকে মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। এরপর তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

থিরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে সুফি ইউসুফ বলেন, তিনি সচেতন আছেন। এই মুহূর্তে তাকে ভর্তি রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি বলা খুবই কঠিন।

সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির মোহাম্মদ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত জুলাই মাসে নিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগজনিত সমস্যায় একাধিকবার বাইপাস অস্ত্রোপচার করিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

মাহাথির মোহাম্মদ প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৯৪ বছর, তখন তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত সরকারপ্রধান হিসেবে পরিচিত ছিলেন।

Scroll to Top