বাংলাদেশ সফরে আসছেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম – DesheBideshe

বাংলাদেশ সফরে আসছেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম – DesheBideshe

ঢাকা, ১৪ আগস্ট – এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। ২৩-২৬ নভেম্বর তিনি বাংলাদেশে অবস্থান করবেন। আজ এএফসির সাথে বাফুফের এমনটাই আলোচনা হয়েছে।

বাংলাদেশে ফিফার দুই সাবেক সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ একাধিকবার এসেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিরাও এসেছিলেন। কোনো সময়ই সেই সফরের দৈর্ঘ্য এক-দুই দিনের বেশি হয়নি। এবারই প্রথম চার দিনের সফরে আসছেন ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সালমান এএফসি সভাপতির পাশাপাশি ফিফারও সহ-সভাপতি।

এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তার সফরক বাফুফে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায়। বাফুফে তাদের সকল স্টেকহোল্ডার ক্লাব, জেলা, একাডেমি রেফারি, মিডিয়া সহ বাফুফে এএফসি সভাপতির সফরসূচির পরিকল্পনা করছে।

আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রামসূচি এএফসিকে জানাবে। দুই পক্ষ আলাপ-আলোচনার পর সফরসূচি চূড়ান্ত হলে মিডিয়ায় প্রকাশ করার পরিকল্পনা বাফুফের।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ আগস্ট ২০২৫



Scroll to Top