বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে চিকিৎসা-শিক্ষা-স্বাস্থ্যখাতে কৌশলগত সহযোগিতা জোরদার | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে চিকিৎসা-শিক্ষা-স্বাস্থ্যখাতে কৌশলগত সহযোগিতা জোরদার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যখাতে দক্ষ জনবল উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে মালদ্বীপ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা ও খাদিজা আবদুল সামাদ আবদুল্লাহ, মালদ্বীপ মেডিকেল কাউন্সিলের সভাপতি ড. আলী শাহিদ মোহামেদ এবং রেজিস্ট্রার মোহামেদ শাফি এ. মুনিমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কারিগরি প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তাঁর সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)–এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে চিকিৎসা ও দন্ত শিক্ষা, এমবিবিএস ও বিডিএসসহ উচ্চশিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণ এবং মালদ্বীপের স্বাস্থ্যখাতের জনবল চাহিদা পূরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ জানায়, দেশে বর্তমানে ১১২টি মেডিকেল কলেজে ১১ হাজারের বেশি আসন রয়েছে এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ৪৫ শতাংশ পর্যন্ত আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের সুযোগ রয়েছে।

বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপীয় মেডিকেল গ্র্যাজুয়েটদের মালদ্বীপে ইন্টার্নশিপ সম্পন্ন করতে কোনো অতিরিক্ত পরীক্ষায় অংশ নিতে হয় না বলেও উল্লেখ করা হয়।

Scroll to Top