ঢাকা, ০৫ জানুয়ারি – বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না। নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। একই বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতও আম্পায়ার হিসেবে থাকার কথা। এখন প্রশ্ন উঠেছে, যেখানে বাংলাদেশ দল যাবে না, সেখানে আম্পায়ার সৈকত কি যেতে পারবেন?
সৈকত আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ আম্পায়ার। তার যাত্রা পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এছাড়া ব্যক্তিগতভাবে নিজেও সিদ্ধান্ত নিতে পারেন সৈকত। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় এই বিষয়ে বিসিবির কোনো হস্তক্ষেপ নেই।
আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে সৈকত নিশ্চিতভাবেই বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যাবেন কি না, সেটা তার নিজের ও আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিসিবি সরাসরি তাকে ভারতে না যাওয়ার পরামর্শ দিতে পারবে না। তবে ভিসার জটিলতার কারণে তার যাওয়াটা কঠিন হতে পারে বলে বিসিবি মনে করছে। যদি কোনোভাবে সৈকত সহজে ভিসা পান, তখনও নিরাপত্তার কারণে তাকে ভারতে না যাওয়ার ভিন্ন কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে।
সৈকতের বাইরে আরেকজন বাংলাদেশি আম্পায়ারেরও এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা ছিল। তবে বিসিবি ভারতের মাটিতে ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত না নেওয়ায় সেই আম্পায়ারকেও পাঠানো হবে না। খেলা যদি শ্রীলঙ্কায় চলে, তবে তাকে পাঠানো হতে পারে।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬





