বাংলাদেশ ও ওআইসি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সংযোগের নতুন দ্বার | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ও ওআইসি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সংযোগের নতুন দ্বার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শনিবার ১৯ জুলাই আনুষ্ঠানিক আয়োজনে যুক্তরাজ্যের ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্সের (আইসিই) এক স্টুডেন্ট চ্যাপ্টার  উদ্বোধন করা হয়েছে।

এই অধ্যায়টি বাংলাদেশসহ ওআইসি সদস্যদেশের প্রকৌশলীদের বিশ্বমানের পেশা জগতের সাথে যুক্ত করার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

গাজীপুরে আইইউটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, কূটনীতিক, পেশাজীবী প্রকৌশলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. আর. কবির। বিশেষ অতিথি ছিলেন আইসিই বাংলাদেশের প্রতিনিধি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ. এফ. এম. সাইফুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। পৃষ্ঠপোষক ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. হুসেইন আরাবি নূর।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার মো. সাইয়েদ হাবিবুর রহমান। এছাড়াও আইসিই বাংলাদেশের সভাপতি প্রকৌশলী নাশিদ ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

এই উদ্যোগে অভিনন্দন জানিয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার হিজ এক্সেলেন্সি জেমস গোল্ডম্যান এক লিখিত বার্তায় বলেন, আইইউটিতে আইসিই-এর উপস্থিতি শিক্ষার্থী ও শিক্ষকদের একটি বৈশ্বিক পেশাজীবী নেটওয়ার্কের সাথে যুক্ত এবং অংশীদারত্ব জোরদার করবে। আমরা বাংলাদেশে শিক্ষা সহযোগিতা আরও গভীর করতে ও ভবিষ্যতের প্রকৌশলীদের সহায়তা দিতে আগ্রহী।

অধ্যাপক ড. সাইফুল আমিন তার বক্তব্যে বলেন, এই অধ্যায় কেবল সদস্যপদ নয়, এটি বৈশ্বিকভাবে চিন্তা করার, নৈতিকভাবে নেতৃত্ব দেয়ার ও অর্থবহ অবদান রাখার আহ্বান। আইসিই-এর পরামর্শ, পেশাদারিত্ব ও মূল্যবোধ শিক্ষার্থীদের চার্টার্ড ইঞ্জিনিয়ার হয়ে সমাজে স্থায়ী প্রভাব রাখার পথ দেখায়।

১৮১৮ সালে প্রতিষ্ঠিত এবং লন্ডনভিত্তিক ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্স (আইসিই) বিশ্বের প্রাচীনতম প্রকৌশল সংগঠনগুলোর একটি। বর্তমানে এর ১৫০টি দেশে ৯৫ হাজারেরও বেশি সদস্য রয়েছে। চার্টার্ড ইঞ্জিনিয়ার যোগ্যতাসহ বিভিন্ন পেশাগত উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে আইসিই বিশ্বজুড়ে সিভিল ইঞ্জিনিয়ারদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Scroll to Top