বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট যেভাবে পাবেন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট যেভাবে পাবেন

এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে দুই সিরিজ শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আজ, ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই দুই সিরিজের জন্য টিকিট বিক্রি।

এই সিরিজের টিকিট কেনার জন্য দর্শকদের কাউন্টারে ছুটতে হবে না। অনলাইনেই পাওয়া যাবে সব টিকিট। যার শুরুটা প্রথম ওয়ানডে দিয়ে।

আগামী ১৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সেই ম্যাচের টিকিট কাটা যাবে ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে।

টিকিট কাটার জন্য সমর্থকদের যেতে হবে gobcbticket.com.bd ওয়েবসাইটে। প্লে-স্টোর থেকে অ্যাপের মাধ্যমেও টিকিট কাটা যাবে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। সিরিজের শেষ ম্যাচ ৩১ অক্টোবর মাঠে গড়াবে।

Scroll to Top