বাংলাদেশে স্টারলিংক চালু বিষয়ে ইলন মাস্ককে যা বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে স্টারলিংক চালু বিষয়ে ইলন মাস্ককে যা বললেন প্রধান উপদেষ্টা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও দেশে ৯০ কর্মদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট সার্ভিস চালু করার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে দেওয়া এক চিঠিতে প্রধান উপদেষ্টা মাস্ককে বলেন, তার বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি তরুণ-তরুণীদের সাথে দেখা করতে পারবেন যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান উপকারভোগীদের মধ্যে থাকবেন।

প্রধান উপদেষ্টা চিঠিতে বলেন, আসুন আমরা একসাথে কাজ করি একটি ভাল ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি পৌঁছে দিতে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অবকাঠামো সঙ্গে স্টারলিংকের সংযোগ একীকরণ পরিবর্তনমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোক্তা, গ্রামীণ ও দুর্বল নারীদের, এবং প্রত্যন্ত ও নিম্নস্থ সম্প্রদায়ের জন্য।

বাংলাদেশে যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সাথে নিবিড়ভাবে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে।

Scroll to Top