বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিলো না। বাংলাদেশের প্রসঙ্গটি বরং ভারতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।