স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড থেকে শেষ মুহূর্তে বাদ পরেছিলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ অলরাউন্ডারের প্রত্যাশা শিগগিরই আবারও জাতীয় দলের দরজা খুলবে তার জন্য। কারণ সাইফউদ্দিনের মতে, বাংলাদেশের খুব বেশি আন্তর্জাতিক মানের ক্রিকেটার নেই। ফলে দলের ঢোকার প্রতিযোগিতাও অতো বেশি নয়।
বিশ্বকাপ শেষে ক্রিকেটাররা এখন ছুটির আমেজে। তবে সাইফউদ্দিন নিজের কাজটা করে যাচ্ছেন। ফিটনেস ঠিক রাখার পাশাপাশি স্কিল ট্রেনিং করে যাচ্ছেন। রোববার (৭ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝড়াতে দেখা গেল সাইফকে। সেখানে এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের বেশি ক্রিকেটার নেই। ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে, ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।’
শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পরা প্রসঙ্গে সাইফউদ্দিন বলেছেন, ‘অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।’
বিশ্বকাপ দল ঘোষণার আগ মুহূর্তে সাইফউদ্দিনের বদলে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভূক্ত করা হয়। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন তরুণ সাকিব। সাইফউদ্দিন বলেছেন, সাকিবের সাফল্যে তিনি খুশিই হয়েছেন।
সাইফ বলেন, ’কম্পিটিশনের তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে। চেষ্টা করব আরো ভালো করার অবশ্যই আমি তাকে এপ্রিশিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে৷ আমার সে কলিগ আবাহনীতে আমরা একসাথে খেলেছি। আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটার জন্য খুব বেশি চিন্তা না করে কিভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
সারাবাংলা/এসএইচএস