বাংলাদেশের লড়াই সহজ হবে না

বাংলাদেশের লড়াই সহজ হবে না

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর – সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টাইগারদের মিশন এখন ভারত। আজই ভারত সফরে যাচ্ছেন শান্তরা। তবে পাকিস্তানকে বধ করলেও ভারতে এসে বাংলাদেশের কাজ সহজ হবে না বলে মনে করেন তবে সৌরভ গাঙ্গুলী।

গতকাল শনিবার একটি অনুষ্ঠান শেষে সৌরভ বলেন, `এখানে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।‘

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।

এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বাংলাদেশের লড়াই সহজ হবে না first appeared on DesheBideshe.

Scroll to Top