বাংলাদেশের মেয়েদের সামনে ইতিহাসের হাতছানি

বাংলাদেশের মেয়েদের সামনে ইতিহাসের হাতছানি

কিছুদিন আগে ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপেও ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

বাছাইপর্বের এইচ গ্রুপে পড়েছে বাংলাদেশ। লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে এখনো অপরাজিত আছেন তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা কোরিয়া এই গ্রুপের ফেভারিট, তারাও আগের দুই ম্যাচে জয় পেয়েছেন।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দলেরই পয়েন্ট ৬। গোল ব্যবধানে অবশ্য এগিয়ে আছে বাংলাদেশ। আজ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি দুই দল।

এই ম্যাচে জিতলে তো বটেই, ড্র করলেও গ্রুপ সেরা হিসেবে এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে যাবে বাংলাদেশের মেয়েরা। তবে হেরে গেলেও থাকছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলার সুযোগ। গ্রুপে রানার্সআপ হওয়া দলগুলোর মধ্যে সেরা তিন দল খেলবে এশিয়ান কাপের মূল পর্বে।

আজ দুপুর ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া।

Scroll to Top