বাংলাদেশের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান, জানা গিয়েছিল আগেই। তবে সিরিজের সূচি প্রকাশ করেনি আফগান ক্রিকেট বোর্ড। অবশেষে জানা গেল, এশিয়া কাপের পরেই বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর চলছে এশিয়া কাপের লড়াই। ২ অক্টোবর শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। সবগুলো খেলাই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।
টি-২০ সিরিজ শেষে ৮ অক্টোবর শুরু ওয়ানডে সিরিজ। ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের শেষ দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘ বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা ফুটিয়ে তুলবে। সেই সাথে নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজন করার আমাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবে। আমি বিশ্বাস করি, সমর্থকরা একটি রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপভোগ করবেন।’