বাংলাদেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজ ‘আলোক বসতি’ 

বাংলাদেশের প্রথম ক্যান্সার কেয়ার ভিলেজ ‘আলোক বসতি’ 

ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আবাসন সুবিধা দিতে দেশে প্রথমবারের মতো কেয়ার ভিলেজ উন্মোচন করল বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট)।

সম্প্রতি ব্যানক্যাট এবং ভ্যালর অব বাংলাদেশ প্রথম এর ‘ফিলানথ্রপি কনক্লেভ ২০২৫ – ফস্টারিং এ কেয়ার ইকোনমি’ শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। এর সহযোগি হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাজিদা ফাউন্ডেশন, সেভেন রিংস সিমেন্ট এবং আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট এবংভ্যালর অব বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ২৫০ শয্যার ক্যান্সার কেয়ার ভিলেজ “আলোক বসতি” একটি সুপরিকল্পিত হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, যেখানে রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সহায়তা, আত্মিক যত্ন, এবং ক্যান্সার স্ক্রিনিং সুবিধা থাকবে। পরিবেশবান্ধব এই প্রকল্পটিতে সৌরবিদ্যুৎ এবং জৈব কৃষির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাঁচ ধাপে ৩৭ মাসে বাস্তবায়িত এই প্রকল্পটি বছরে পাঁচ হাজারের বেশি রোগীকে সেবা দেবে, যা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এতে উপস্থিত ছিলেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ব্যানক্যাটের নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর এমডি এবং সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমান, সাজিদা ফাউন্ডেশনের সিইউ জাহিদা ফিজা কবির, ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, কেয়ার ইকোনমি শুধু সরকারের দায়িত্ব না, এতে সবার মিলিত চেষ্টা দরকার। যেখানে কমিউনিটির সহায়তা, দক্ষ মানুষ তৈরি আর বেসরকারি প্রতিষ্ঠানের সহানুভূতি একসাথে কাজ করে সত্যিকারের পরিবর্তন আনে।

সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির বলেন, একটি টেকসই পরিচর্যা অর্থনীতি অবৈতনিক পরিচর্যাকে ন্যায্য মজুরি এবং সহায়ক নীতির মাধ্যমে বেতনভুক্ত কাজে রূপান্তরিত করে এবং সঠিক মূল্যায়নে সহায়তা করে।

ব্যানক্যাটের নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব বলেন, আলোক বসতি ক্যান্সার রোগীদের জন্য আশার প্রতীক, যেখানে সবার জন্য সাশ্রয়ী ও সম্মানজনক কেয়ার নিশ্চিত করা হবে।

Scroll to Top