বাংলাদেশি বন্যার্তদের পাশে থাকার ঘোষণা পাকিস্তানের রিজওয়ানের – DesheBideshe

বাংলাদেশি বন্যার্তদের পাশে থাকার ঘোষণা পাকিস্তানের রিজওয়ানের – DesheBideshe

ইসলামবাদ, ২৫ আগস্ট – স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অবস্থা বেশি নাজুক। সরকারি হিসাবে, মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫১ লাখ মানুষ। বন্যাকবলিত মানুষের জন্য মন কাঁদছে ক্রিকেটারদেরও।

দেশের ক্রিকেটাররা ফেসবুকে পোস্ট দিয়ে দেশের মানুষকে বন্যাদুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবার বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলছেন রিজওয়ান। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান এক্সে লিখেছেন, ‘বাংলাদেশের দুর্ভোগে থাকা মানুষের জন্য আমার দুশ্চিন্তা ও দোয়া। তারা ভয়ানক এক বন্যা সামাল দিচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যার যার পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে অনুদান করুন, এই ভাই ও বোনদের কঠিন সময়ে পাশে দাঁড়ান।’

পোস্টের এতটুকু অংশ ইংরেজিতে লিখলেও বাকি অংশে বাংলায় লিখেছেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’

সূত্র: সমকাল
আইএ/ ২৫ আগস্ট ২০২৪

Scroll to Top