বাংলাদেশসহ ৩ দেশে সহায়তা কার্যক্রম বন্ধ করছে সুইজারল্যান্ড | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশসহ ৩ দেশে সহায়তা কার্যক্রম বন্ধ করছে সুইজারল্যান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার অধীনে পরিচালিত প্রকল্পগুলোতে দেওয়া সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম সুইসইনফো ডট সিএইচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সুইস পার্লামেন্টের এই সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।

বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে আলবেনিয়া এবং জাম্বিয়া।

প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের সরকারের অনুরোধে দেশটির পার্লামেন্ট ডিসেম্বরে বিদেশি সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল আন্তর্জাতিক সহায়তায় কাটছাঁটের বিষয়ে সিদ্ধান্ত দেয়। এরপরেই ওই তিনদেশে সহায়তা বন্ধের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

GOVT

এতে বলা হয়, সুইজারল্যান্ডের পার্লামেন্ট আন্তর্জাতিক সহায়তা তহবিলে ২০২৫ সালে প্রায় ১২১ মিলিয়ন মার্কিন ডলার কমিয়েছে। এই কমানোর পরিমাণ আগামী ২০২৬ সালে আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কমানোর ঘোষণার কথা জানিয়েছে দেশটি।

এই পদক্ষেপ দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়গত সহায়তার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার ওপর প্রভাব ফেলবে বলেও এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Scroll to Top