বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ – DesheBideshe

বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ – DesheBideshe

চট্টগ্রাম, ২৭ অক্টোবর – তিন পেসার নিয়ে একাদশ সাজালেও বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। মিতব্যয়ী বোলিংয়ে ক্যারিবিয়ানদের রানের চাকা আটকে রাখেন তিনি। তবে পেসাররা সুবিধা করতে পারেননি। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেছেন শাই হোপ। এ ছাড়া ৪৪ রান এসেছে পাওয়েলের ব্যাট থেকে।

বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও ৩৫ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই হাত খুলতে শুরু করে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ২৭ বলে ৩৪ রান করা আলিক আথানজেকে বোল্ড করেছেন এই লেগি। আরেক ওপেনার ব্রেন্ডন কিংও একই পথে হেঁটেছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৬ বলে ৩৩ করেছেন তিনি। তাকে ফিরিয়েছেন তাসকিন। নতুন ব্যাটার রাদারফোর্ডকে পরের বলেই আউট করেছেন এই পেসার।

৮২ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ ইনিংসের বাকিটা সময় দাপট দেখিয়েছে। শাই হোপ ও রভম্যান পাওয়েলের ব্যাটে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় তারা। পাওয়েল অপরাজিত থেকেছেন ৪৪ রানে, আর হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৬ রান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ অক্টোবর ২০২৫



Scroll to Top