বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং – দশম শ্রেণি

বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ১ | ফিন্যান্স ও ব্যাংকিং – দশম শ্রেণি

২৬. বাণিজ্যিক ব্যাংক হলো—

i. সোনালী ব্যাংক

ii. বাংলাদেশ কৃষি ব্যাংক

iii. জনতা ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. পারিবারিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক

২৮. কারবারে স্থায়ী মূলধন বিনিয়োগ করা হয়েছে নিচের কোনটিতে?

ক. পণ্য ক্রয় খ. মেশিন ক্রয়

গ. মজুরি প্রদান ঘ. কাঁচামাল ক্রয়

২৯. কারবারের ঝুঁকির কারণ হতে পারে—

i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি

ii. প্রাকৃতিক দুর্যোগ

iii. আকস্মিক দুর্ঘটনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. ADB –এর পূর্ণনাম কী?

ক. Asian Development Bank

খ. Asian Develop Bank

গ. Asian Developing Bank

ঘ. Asian Developed Bank

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ঘ ৩০.ক

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Scroll to Top