প্রথম ওয়ানডেতে তিনি নিয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও ভয়ংকর হয়ে উঠলেন রশিদ খান। রশিদের স্পিন বিষেই নীল হলো বাংলাদেশ। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, বল নয়, রশিদের নামটাই বাংলাদেশের ব্যাটারদের মনে জুজু তৈরি করেছে।
সিরিজে ফিরতে বাংলাদেশের দরকার ছিল ১৯১ রান। তবে রশিদের ঘূর্ণিজাদুতে মাত্র ১০৯ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৮১ রানের জয়ের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল আফগানরা।
ম্যাচের পর মুশতাক বলছেন, রশিদ খানের নামটাই বড় করে দেখছে বাংলাদেশের ব্যাটাররা, ‘আমার পর্যবেক্ষণ হলো, তারা রশিদের বিরুদ্ধে খেলে, রশিদের বলের বিরুদ্ধে না।’
রশিদের বোলিংয়ের সামনে বাংলাদেশের এভাবে নতজানু হয়ে যাওয়ার কোনো কারণই দেখছেন না মুশতাক, ‘সে খুব বেশি বল ঘুরায় না। তবে সে খুবই অভিজ্ঞ, উইকেট টেকার, লাইন-লেন্থ ধারাবাহিক, তাই তার বোলিং চ্যালেঞ্জিং।’
মুশতাকের চাওয়া বাংলাদেশের ব্যাটাররা যেন বোলারের নাম না দেখে ব্যাটিং করে, ‘মাঝে মাঝে বল খেলা উচিত, বোলার না। এই জায়গায় দ্রুত উন্নতি করতে হবে। রশিদ ভালো করেছে, সাবাস। তবে একই সময়ে বাংলাদেশের জানা উচিত কীভাবে বল খেলতে হবে, বোলার না।’