এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বরিশাল বিভাগে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর মৃত্যু হয়েছে তিনজনের। রোগীর সংখ্যা বেশি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।
এনিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে মারা গেছে ৩২ জন। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত আরও ১০৪ রোগী ভর্তি হয়েছেন।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: এসএম মনিরুজ্জামান বলেছেন, এ বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩১০ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধিক ৮০ জন ভর্তি রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ডেঙ্গু রোধ করতে হলে সচেতনতা বাড়াতে হবে।