বয়স্ক মা–বাবাকে সময় দিচ্ছেন তো

বয়স্ক মা–বাবাকে সময় দিচ্ছেন তো

নিয়মিত চোখের সামনে থাকলে অনেক সময় মা-বাবার বৃদ্ধ হয়ে যাওয়াটা আমরা সেভাবে বুঝতে পারি না। তাই কিছু লক্ষণ দেখলেই সেটাকে বিপদচিহ্ন হিসেবে ধরে নিতে হবে—

১. চলাফেরায় ভারসাম্য হারালে, বারবার
পড়ে গেলে।

২. গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ না রাখতে পারলে।

৩. হঠাৎ নাটকীয়ভাবে ওজন কমতে থাকলে।

৪. বিষণ্নতা, অতিরিক্ত দুশ্চিন্তা, মৃত্যুচিন্তা, ক্ষুধামান্দ্য, এমনকি হ্যালুসিনেশন দেখা দিলে।

৫. কোনো কিছুতেই আগ্রহ না পেলে।

৬. সব সময় সবাইকে সন্দেহ করলে। এ সময় মনে ভয় ঢুকে যায় যে আশপাশের সবাই বুঝি ক্ষতি করতে চাইছেন, মনে মনে তাঁর বিরুদ্ধে দুরভিসন্ধি আঁটছেন।

৭. মেজাজ খিটখিটে হয়ে গেলে, হুট করে রেগে গেলে।

৮. ভুলে যাওয়া, ওষুধ ঠিকমতো খেতে না পারা, টাকাপয়সার হিসাব গুলিয়ে ফেলা, সহজেই প্রতারণার ফাঁদে পা দেওয়া, বারবার একই কথা বলতে থাকা ইত্যাদি।

Scroll to Top