বদলে যাচ্ছে টুইটারের লোগো, নীল পাখির বিদায়

বদলে যাচ্ছে টুইটারের লোগো, নীল পাখির বিদায়

প্রতিকী ছবি: রয়টার্স

টুইটারের চিরপরিচিত নীল পাখির লোগো বদলে যাচ্ছে কালো রঙের এক্সে। শিগগির এ বদল আসবে বলে জানিয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মাস্কের টুইট বার্তার বরাত দিয়ে খবর রয়টার্সের।

রোববার (২৩ জুলাই) এক টুইট বার্তায় ইলন মাস্ক জানান, বহু আগেই লোগো পাল্টানোর প্রয়োজন ছিল। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেন, একে একে সব পাখিকে বিদায় জানানো হবে। এই টুইটবার্তা পোস্টের আগে একটি অ্যানিমেটেড এবং কালো ‘এক্স’ অক্ষর পোস্ট করেন তিনি। বলেন, লোগো নির্মাণের কাজ পুরোপুরি সম্পন্ন হলেই পাল্টে যাবে টুইটারের চেহারা।

এর আগে, ১ জুলাই ইলন মাস্ক ঘোষণা দেন, অ্যাকাউন্ট ভেদে প্রতিদিন নির্ধারিত সংখ্যক টুইট পড়া যাবে। গত বছর অক্টোবরে, ৪৪ বিলিয়ন ডলার দিয়ে মাইক্রোব্লগিং অ্যাপটি কেনেন এই ধনকুবের। এরপরই, বিপুল কর্মী ছাটাই-কাঠামো পরিবর্তন নানা ইস্যুতে সমালোচনার ঝড়ে পড়েন তিনি। সম্প্রতি, মেটার অ্যাপ ‘থ্রেডস’ বাজারে আসার পর আরও কোণঠাসা হয়ে পড়ে টুইটার। কারণ, পাঁচ দিনেই সেটির ব্যবহারকারীর সংখ্যা ছাড়ায় ১০ কোটি।

/এএম

Scroll to Top