ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। দুই দেশ তো বটেই, ক্রিকেট দুনিয়ার সবাই মুখিয়ে থাকে এই ম্যাচটির জন্য। আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে এমন ম্যাচই বাতিল চাইছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার বাসিত আলি!
কিন্তু যে ম্যাচটির জন্য এত অপেক্ষা, এত আয়োজন; সেই ম্যাচ কেন বাতিল চান বাসিত? বাসিতের এমন চাওয়ার পেছনে মূল কারণ পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম।
গত কয়েক মাসে পাকিস্তানের সময়টা ভালো কাটছে না। একদিন আগেই ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছেন তারা।
এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে রেকর্ডটাও সুখকর নয় পাকিস্তানের। দুই দলের সবশেষ ১৩ দেখায় ১০ বারই হেরেছে পাকিস্তান। সবশেষ ২০২৪ টি-২০ বিশ্বকাপেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
বাসিত তাই আশা করছেন, ভারত ম্যাচটি বয়কট করবে, পাকিস্তান বড় হার থেকে বেঁচে যাবে, ‘আমি প্রার্থনা করছি ভারত যেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। যেমনটা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে করেছিল। নাহলে পাকিস্তান এমন বাজেভাবে হারবে যে আপনি কল্পনাও করতে পারবেন না!’