বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

জয়টা আসতে পারত প্রথম সেশনেই। ক্যামফার ও আয়ারল্যান্ডের টেল এন্ডারদের প্রতিরোধে সেটা আর হয়ে ওঠেনি। লাঞ্চের পরেও দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন ক্যামফার। তবে বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত জয়টা পেল দ্বিতীয় টেস্টের ৫ম দিনের দ্বিতীয় সেশনেই। মুশফিক-তাইজুলের রেকর্ড গড়ার ম্যাচে আইরিশদের ২১৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

চতুর্থ দিনের শেষভাগে গিয়ে ৬ উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ড। ৫ম দিনে তাদের পরাজয়টা ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে প্রথম সেশনে অবিশ্বাস্য লড়াই উপহার দিয়েছে আইরিশ ব্যাটাররা। বিশেষ করে ক্যামফার একপ্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন দারুণভাবেই।

প্রথম সেশনে মাত্র ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় সেশনেও ক্যামফার-হোয়ে জুটি বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। এই জুটি লাঞ্চের পর আরও প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করেছে। ১৯১ বলে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলেছিলেন তারা।

অবশেষে পরপর দুই বলে দুই আইরিশ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের স্বস্তির জয় নিশ্চিত করেন হাসান মুরাদ। ৭১ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন ক্যামফার। হোয়ে ও হামফ্রেসকে ফিরিয়ে বাংলাদেশের ২১৭ রানের বড় জয় এনে দেন মুরাদ। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড অলআউট হয়েছে ২৯১ রানে।

এই জয়ে ২ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

Scroll to Top