সংবর্ধনার স্থান ও ক্রেস্ট নিয়ে বিতর্কের জেরে নাটোরের বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য ও প্রশাসনের অনুরোধে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ উপজেলা পরিষদ চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টায় সংবর্ধনার জন্য পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের ডাকা হয়। কিন্তু বীর মুক্তিযোদ্ধারা মিলনায়তনে সংবর্ধনা নেবেন না জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে হট্টগোল শুরু হয়। তাঁরা দল বেঁধে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে থাকেন।