বড়দিন উৎসবের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ফ্রান্সের উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাস আটলান্টিকের অন্তত ৭০০ জন কর্মী।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পশ্চিম ফ্রান্সের উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাস আটলান্টিক কোম্পানির বড়দিন উৎসবের ডিনারে অংশ নেওয়ার পর প্রতিষ্ঠানটির ৭০০ জনেরও বেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। সংস্থাটির সাইটে বলা হয়, কর্মীরা বমি ও ডায়রিয়ার সমস্যায় ভুগছিলেন।
এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। যেখানে বিশ্বের ৫টি দেশের প্রায় ১৫ হাজার জন কর্মী কাজ করছে। বৃহত্তর এয়ারবাস গ্রুপে ১৩৪ হাজার জন কর্মী উড়োজাহাজ, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ এবং নিরাপত্তা শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে আসছে।
ওইদিন প্রাক বড়দিনের উৎসবের মেনুতে থাকা কোন খাবারের কারণে কর্মীদের এমন পরিণত হয়েছে তা স্পষ্ট নয়। তবে ওই দিনের খাবারগুলোতে বিষক্রিয়ার উৎস খুঁজে বের করার জন্য দ্রুত তদন্ত শুরু করা হচ্ছে।