বগুড়ায় সর্বোচ্চ ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড | চ্যানেল আই অনলাইন

বগুড়ায় সর্বোচ্চ ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত একটানা মাঝারি ধরনের ভারি বৃষ্টি হয়েছে। এ সময় ১৬১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।

যা এই মৌসুমে সর্বোচ্চ। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।

তিনি জানান, জেলায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি চলমান রয়েছে। গতরাত ৩টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৫১ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে, নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে, টানা বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে হাঁটু পানি জমে। এসময় দুর্ভোগে পড়ে শহরে চলাচলকারীরা। শহরের সাতমাথা, বড়গোলা, সহ বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হয়।

শুক্রবার ছুটির দিনে বাজারে আসা লোকজন বেকায়দায় পড়েছেন, তারা ছাতা নিয়ে বাজারে আসেন। রাস্তায় পানি জমে ভোগান্তি আরো বাড়ে। বাজারে ক্রেতা বিক্রেতাও কম, যার কারণে বেচাকেনাও কম বলে জানান ব্যবসায়ীরা।

Scroll to Top