ফোনে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

ফোনে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় পৌনে ৭টায় ফোন করে নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

রাশেদ খাঁন গণমাধ্যমকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ফোন করেন। এসময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

নুরুল হক নুর বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Scroll to Top