ফের বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার – DesheBideshe

ফের বিয়ে করলেন অভিনেত্রী মধুমিতা সরকার – DesheBideshe

কলকাতা, ২৬ জানুয়ারি – কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, আবারও নতুন জীবনের পথে পা রেখেছেন। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিয়ের আসরে লাল বেনারসি শাড়ি, সোনার গয়না, হাতে আলতা ও কপালে লাল টিপে একেবারে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে ধরা দেন মধুমিতা। বর দেবমাল্য চক্রবর্তীও লাল পাঞ্জাবি, মাথায় টোপর পরে সম্পূর্ণ বাঙালি রীতিতেই বিয়ের পিঁড়িতে বসেন।

ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার অল্প কয়েকজন তারকার উপস্থিতিতে অগ্নিসাক্ষী রেখে নিয়ম মেনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। গত বছরই বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মধুমিতা, যা এবার বাস্তবে রূপ নিল।

উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

নতুন জীবনের শুরুতে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সহকর্মী ও ভক্তরা।

এনএন



Scroll to Top