ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহ ও তাঁর সরকার গতকাল সোমবার পদত্যাগ করেছে। এশতায়েহ বলেছেন, গাজায় যুদ্ধ, গণহত্যা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির জেরে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই পদত্যাগকে দেখা হচ্ছে ইসরায়েল–ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে। তাতে ফিলিস্তিন কর্তৃপক্ষে সংস্কার আনার বিষয়টি আছে।
তবে একই সঙ্গে এ–ও বলা হচ্ছে, ফিলিস্তিনিদের মধ্যেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের তেমন একটা গ্রহণযোগ্যতা নেই। আবার ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আছে টানাপোড়েন। ফলে এই পদত্যাগেও তেমন পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা, তাতে যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের পাশাপাশি গাজার শাসনভার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াও চলবে। তবে ফিলিস্তিনিদের মধ্যে গ্রহণযোগ্যতার অভাব ও ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ককে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় প্রধান বাধা বলে মনে করা হচ্ছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য, তাতে করে হামাসের পরাজয়ের মধ্য দিয়েই গাজা যুদ্ধের ইতি ঘটবে। তবে যুদ্ধের প্রায় পাঁচ মাসে প্রায় ৩০ হাজার ফিলস্তিনি নিহত ও অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিলেও ইসরায়েল ও দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সেই লক্ষ্য অধরাই রয়ে গেছে।