ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজায় যুদ্ধের কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, আজ সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাতায়েহ।
মোহাম্মদ শাতায়েহ বলেছেন, পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা এবং অনাহারের কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি যে নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য নতুন সরকার ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন যা গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা করে এবং ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে গঠিত হবে।
মোহাম্মদ শাতায়েহ এর পদত্যাগের মধ্যে দিয়ে কার্যত পুরো মন্ত্রিসভার পতন ঘটল।