ইসরায়েলের হামলায় প্রতিনিয়তই নিহত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। তাদের মধ্যে আছেন অনেক ক্রীড়াবিদও। গত ৬ আগস্ট এক হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের তারকা ফুটবলার সুলেইমান আল-ওবেইদ। তার এমন মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ইউয়েফা। আর এই পোস্টের জবাবেই লিভারপুল ফুটবলার মোহাম্মদ সালাহ বলেছেন, ওবেইদ কীভাবে মারা গেলেন সেটা নিয়ে ইউয়েফা চুপ কেন?
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, ওবেইদ গত বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। ৪১ বছর বয়সী ওবেইদকে বলা হতো ‘ফিলিস্তিনের পেলে’। ফিলিস্তিনের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচে দুটিসহ পেশাদার ক্যারিয়ারে শতাধিক গোল করেছিলেন ওবেইদ।
ওবেইদের মৃত্যুর পর ইউয়েফার এক্স পেজ থেকে তার স্মরণে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তারা লেখেন, ‘বিদায় সুলেইমান আল-ওবেইদ, “ফিলিস্তিনি পেলে”। একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি ঘোর দুঃসময়েও অসংখ্য শিশুকে আশা জুগিয়েছেন।’
ইউয়েফা ওবেইদকে স্মরণ করলেও তার মৃত্যু কোথায় ও কীভাবে হয়েছে, সেটা এড়িয়ে গেছে উয়েফা। সালাহ উয়েফার সেই পোস্ট শেয়ার করে প্রশ্ন তুলেছেন, ‘আপনারা কি বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’
গত ২৯ জুলাই ফিলিস্তিন অলিম্পিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু জুলাই মাসেই গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ৪০ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন।