ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা | চ্যানেল আই অনলাইন

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অর্থনীতিবিদ এবং সাবেক সিনিয়র সরকারি কর্মকর্তা মোহাম্মদ মুস্তফাকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। 

দ্যা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কারণে পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, মোহাম্মদ মুস্তফার হাতে কয়েক সপ্তাহ সময় থাকবে নতুন মন্ত্রীসভা গঠনের। এই সময় পর্যন্ত বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ দেশটির নেতৃত্বে থাকবেন।

৬৯ বছর বয়সী মোহাম্মদ মুস্তফা বর্তমানে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মুস্তফা বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।

Scroll to Top