ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার কর্মীদের খাদ্য এবং ওষুধবাহী জাহাজে হামলা হলেও বহরের বাকি জাহাজগুলো গাজার পথে চলা অব্যাহত রেখেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান এবং গ্রেটা থুনবার্গসহ ২শ’র বেশি জনকে ইসরাইলের নৌবাহিনী আটক করলেও এই যাত্রা বন্ধ হবে না বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এ ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে।
ফিলিস্তিনের জন্য খাদ্য ও ওষুধবাহী জাহাজে ইসরাইলের হামলা | চ্যানেল আই অনলাইন





