আসন্ন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। মঙ্গলবার ২ সেপ্টেম্বর জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট ঘোষণা করেছেন, আসন্ন জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে ইসরায়েলি সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, হামাস সমর্থকদের দ্বারা ইহুদি-বিদ্বেষ এবং সন্ত্রাসবাদেরও তীব্র নিন্দা করা হবে।
তিনি এক্সে এক পোস্টে বলেন, জাতিসংঘের অধিবেশন চলাকালীন বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। হামাস সমর্থকদের দ্বারা যেকোন ইহুদি-বিদ্বেষ বা সন্ত্রাসবাদেরও তীব্র নিন্দা জানানো হবে।
এরআগে, ফ্রান্স ও যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় কানাডা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভাষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে।
এদিকে জুলাইয়ের শেষে ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশ আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পাশাপাশি আরও একাধিক দেশ এ সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আবার কেউ কেউ স্বীকৃতির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে।
চলতি বছরের এপ্রিলে ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা জাতিসংঘ সদস্যের সদস্যভুক্ত দেশগুলোর প্রায় ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।