স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় দিনের খেলা পুরোটাই ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। মিরপুর টেস্টে তৃতীয় দিনেও বৃষ্টি আর আলোকসপ্তার বাগড়ায় হলো না পুরো দিনের খেলা। এর মাঝেই নিউজিল্যান্ডকে অলআউট করলেও গ্লেন ফিলিপসের দুর্দান্ত প্রতিরোধে প্রথম ইনিংসে ৮ রানের লিড পেয়েছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ অস্বস্তি নিয়েই দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
ভেজা আউটফিল্ড ও বৃষ্টির কারণে দিনের খেলা শুরু হয়েছে দুপুর ১২টায়। ৫৫ রানে ৫ উইকেট হারানো কিউইরা দিনের শুরু থেকেই ছিল বেশ আক্রমণাত্মক। বিশেষ করে ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতি রান তুলতে থাকে নিউজিল্যান্ড। দিনের প্রথম আঘাত হানেন নাইম হাসান, ড্যারেল মিচেলকে ফিরিয়ে ৪৯ রানের জুটি ভাঙ্গেন তিনি। ১৮ রান করা মিচেল মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। পরের ওভারেই মিচেল স্যান্টনারকেও ফেরান নাইম।
৯৭ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ছুঁতে পারবে না বলেই তখন মনে হচ্ছিল। তবে মারমুখী ফিলিপস সেটা হতে দেননি। অন্য ব্যাটাররা যেখানে সুবিধা করতে পারছেন না এই পিচে, সেখানে ফিলিপস দারুণভাবে সামলেছেন বাংলাদেশী স্পিনারদের। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কাইল জেমিসনও। অস্টম উইকেটে এই দুইজন গড়েন ৫৫ রানের মহামূল্যবান এক জুটি।
এই জুটি যখন বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে উঠছিল, তখন জেমিসনকে আউট করে স্বস্তি ফেরান শরিফুল, ২০ রান করে ফেরেন জেমিসন। জেমিসন ফিরলেও অন্য প্রান্তে ফিলিপস দাঁড়িয়ে ছিলেন, তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। সেঞ্চুরি থেকে ২০ রানে দূরে থাকতে শরিফুলের বলেই কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ফিলিপসকে। ততক্ষণে নিউজিল্যান্ড বাংলাদেশের স্কোর ছাপিয়ে লিডও নিয়েছে। কিউইদের সবশেষ উইকেট নেন তাইজুল, ফেরান সাউদিকে। ১৮০ রানেই থামে নিউজিল্যান্ডের ইনিংস।
৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই আজাজ প্যাটেলের বলে স্লিপে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২ রান করা জয়। শান্ত ও জাকির কিছুটা আশার আলো দেখিয়ে দারুণভাবেই ব্যাটিং করছিলেন কঠিন এই পিচে। ১৫ রান করা শান্ত সাউদির বলে উড়িয়ে মারতে গিয়ে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ২ উইকেটে বাংলাদেশের যখন ৩৮ রান, তখন আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করেন দুই আম্পায়ার। পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। তৃতীয় দিনশেষে ৩০ রানের এগিয়ে থেকেই দিন শেষ করল বাংলাদেশ।
সারাবাংলা/এফএম/এসএস