স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৮:০২
হামজা চৌধুরীর আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চালচিত্র। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে জয় না পেলেও ভালো ফুটবল খেলায় প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ দল। সেই ড্রয়ের পুরস্কার ফিফা র্যাংকিংয়ে পেয়েছে বাংলাদেশ। ৩ এপ্রিল প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে হামজার বাংলাদেশ।
শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেই ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। সেই ম্যাচ গোলশূন্যভাবেই ড্র হয়েছে। এই ড্রয়ে এই মুহূর্তে বাছাইপর্বের গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ।
ভারতকে রুখে দিয়ে ফিফা র্যাংকিংয়েও এগিয়েছে বাংলাদেশ। ৯০৪.১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৮৫ থেকে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
এদিকে গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৮৮৬.১৬ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিরা। ১৮৫৪.৬৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। ১৮৫২.৭১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স।
১৮১৯.২ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ব্রাজিল ১৭৭৬.০৩ রেটিং পয়েন্ট নিয়ে আছে ৫ম স্থানে।
সারাবাংলা/এফএম
আর্জেন্টিনা
ফিফা র্যাংকিং
বাংলাদেশ ফুটবল
ব্রাজিল
হামজা চৌধুরী