ফিনল্যান্ডের ভান্তা শহরের একটি স্কুলে সন্দেহভাজন ১৩ বছর বয়সী এক শিশুর গুলিতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। সন্দেহভাজন ওই শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ২ এপ্রিল বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় এদিন সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে পুলিশ ভিয়েরটোলা স্কুলের ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার অনুরোধ জানান। এসময় সন্দেহভাজন ওই শিশুকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, ওই স্কুলটিতে মোট ৮০০ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও ৯০ জন শিক্ষক কর্মচারী রয়েছে। ঘটনার পরপর গুলিবিদ্ধ শিক্ষার্থীদের ২টি অ্যাম্বুলেন্সযোগে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।