দোহা, ২৩ নভেম্বর – রাইজিং স্টার এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত এ দলকে সুপার ওভারে হারায় বাংলাদেশ এ দল। এবার ফাইনালে পাকিস্তান শাহিনসের মুখোমুখি আকবর আলীরা। শিরোপা নির্ধারণী ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা আবু হায়দার রনি ও জাওয়াদ আবরার জায়গা পাননি একাদশে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন মৃত্যুঞ্জয় চৌধুরি ও মাহফুজুর রহমান রাব্বি।
বাংলাদেশ এ :
জিশান আলম, হাবিবুর রহমান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।
পাকিস্তান এ :
মায সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফায়েক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘুরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবায়েদ শাহ ও সুফিয়ান মুকিম।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ নভেম্বর ২০২৫






