ফাঁকা ঘরে একা পেয়ে যা করেছিল পরিচালক, মুখ খুললেন অভিনেত্রী – DesheBideshe

ফাঁকা ঘরে একা পেয়ে যা করেছিল পরিচালক, মুখ খুললেন অভিনেত্রী – DesheBideshe

কলকাতা, ২৬ জানুয়ারি – টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় সম্প্রতি নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

তিনি জানান, যখন তার বয়স মাত্র ১৯ ছিল এবং তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন, তখন এক প্রযোজক তাকে কনফারেন্স রুমে ডেকে নিয়ে শরীরের মাপ জানতে চান।

প্রযোজক বলেন, “তোমার স্ক্রিনে কেমন লাগবে, সেটা জানার জন্য মাপ জানতে চাই,” তখন অনন্যা জবাব দেন, “আপনি যদি বুঝে না পারেন, তাহলে পরিচালক হওয়া উচিত নয়।” এরপর, ওই প্রযোজক রেগে গিয়ে চেঁচিয়ে বলেন, “তুমি জানো আমি কে?” কিন্তু অনন্যা সাহসিকতার সাথে উত্তর দেন, “এই ঘর থেকে বের হওয়ার পর আপনি বুঝবেন আমি কে!”

পরে ওই প্রযোজক ফোন করে অনন্যা ও তার পরিবারের কাছে ক্ষমা চান।

সূত্র: হিন্দুস্তান টাইমস



Scroll to Top