ফরিদপুরে আঞ্চলিক এ গণিত উৎসবে অংশ নিতে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের ৩৩২ জন নিবন্ধন করেছে। এর মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে ৮২, জুনিয়র ১১৯, সেকেন্ডারি ৭৬ ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ৫৫ জন রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় পরীক্ষা। এক ঘণ্টার পরীক্ষা শেষে খাতা মূল্যায়নের পাশাপাশি চলবে প্রশ্নোত্তর পর্ব। প্রতিযোগিতার মাধ্যমে ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসব থেকে ২৪ জনকে ঢাকা যাওয়ার জন্য নির্বাচন করা হবে। উৎসবকে সফল করতে ফরিদপুর বন্ধুসভার সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, অজয় দাস, জাহিদুজ্জামান খান, তাওহীদুজ্জামান খান, সাজু আহম্মেদ, শ্যামল মণ্ডল, মানিক কুন্ডু, সুব্রত পাল, শুভ বিশ্বাস, মিঠুন দাস, রিফাত হাসনাত, সজীব দত্ত, মোহাম্মদ জাকির হোসেন, লক্ষ্মণ মণ্ডল, কথা পাল, তৃষা দাস, মেঘলা দত্ত, জহির হোসেন, রিমা আক্তার, মাফিকুল ইসলাম, সোহাগ দত্তসহ আরও অনেকে কাজ করে যাচ্ছেন।