প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে মিশেল ওবামা | চ্যানেল আই অনলাইন

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে মিশেল ওবামা | চ্যানেল আই অনলাইন

মিশেল ওবামাই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট!

চলতি বছর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জল্পনার মাঝেই উঠে এল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম। জো বাইডেনের পরিবর্তে তাকেই প্রার্থী হিসেবে চাইছেন দলের সদস্যরা।

এনডিটিভি জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ভোটারদের একটি সমীক্ষায় দেখা গেছে তাদের বেশিরভাগই চাচ্ছেন প্রেসিডেন্ট পদ থেকে জো বাইডেনকে প্রতিস্থাপন করতে এবং তাদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

আগামী নভেম্বর মাসে আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ২০ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। মিশেলের পর কমলা হ্যারিসকে চাইছেন ভোটাররা, তারপর তৃতীয় পছন্দ হিলারি ক্লিনটন। তারা ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন যথাক্রমে।

জরিপ করা প্রায় ৪৮ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা নভেম্বরের নির্বাচনের আগে জো বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার পক্ষে। কেবল ৩৮ শতাংশ ভোটার এতে অস্বীকৃতি জানিয়েছেন।

Reneta April 2023

Scroll to Top