ক্ষমতায় টিকে থাকার জন্য অশুভ প্রতিযোগিতা তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রেক্ষাপট পরিবর্তনের পরেও কেউ কারও বিশ্বাস ধরে রাখতে পারছে না। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে ঐক্য ধরে রাখতে হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিই আগে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে।