এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ অনেক প্রার্থী। এক শতাংশ ভোটারের সই সংক্রান্ত বিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সিইসির সাথে বৈঠক করে এনসিপির মুখপাত্র বলেছেন, রাজনৈতিক কার্যালয়ে গিয়ে একটি দলের চেয়ারম্যানের সাথে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক, এমনকি একটি গোয়েন্দা সংস্থার প্রধানের সাক্ষাত অশনি সংকেত। তিনি বলেন, আরেকটি পাতানো নির্বাচনের চেষ্টা হলে মাঠে নামবেন তারা।



