প্রাগের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১৫ জন নিহত | চ্যানেল আই অনলাইন

প্রাগের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১৫ জন নিহত | চ্যানেল আই অনলাইন

চেক রিপাবলিকের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

আজ ২২ ডিসেম্বর শুক্রবার সংবাদ মাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চেক রিপাবলিকের রাজধানী প্রাগ শহরের চার্লস ইউনিভার্সিটিতে স্থানীয় সময় বিকেল ৩টায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়।

Bkash

হামলার পর ভেতরে আটকে পড়াদের সতর্কতার সাথে বের করে আনে পুলিশ। হামলাকারী চার্লস বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হামলাকারী প্রাগের কাছের একটি গ্রামের বাসিন্দা। সকালে হামলাকারীর বাবাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা তাকেও হামলাকারীই হত্যা করে।

Reneta JuneReneta June

তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না চেক পুলিশ। মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হামলাকারী এধরনের ঘটনা ঘটাতে পারে।

Scroll to Top