ঢাকা, ২৭ জানুয়ারি – বাংলাদেশ সরকারের প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের সকলেই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে এই পদোন্নতির ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের অন্দরমহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ উঠেছে যে, দীর্ঘ সময় ধরে পদোন্নতিবঞ্চিত এবং কর্মদক্ষ হিসেবে পরিচিত অনেক কর্মকর্তাই এবারের তালিকায় স্থান করে নিতে পারেননি। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০তম ব্যাচের পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তা আবারও বাদ পড়েছেন। বিশেষত যারা দীর্ঘকাল ধরে এই পদোন্নতির অপেক্ষায় প্রহর গুনছিলেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশ এই তালিকায় জায়গা পাননি বলে জানা গেছে।
জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। আদেশে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬





