সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শহিদুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে ১৭টি ভোটকেন্দ্রের ভোট পুনঃ গণনার দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন। সেগুলো হলো লালপুর উপজেলার শোভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুলপুর সরকারি কলেজ, চংধুপইল ইউনিয়ন পরিষদ, নেংগপাড়া দারুল সুন্নাত দাখিল মাদ্রাসা, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবদুলপুর মোশারফ হোসেন উচ্চবিদ্যালয়, আড়বাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণবাড়িয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুপইল উচ্চবিদ্যালয়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; বাগাতিপাড়া উপজেলার জামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমদোসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় ও রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।