প্রযুক্তি দানব অ্যাপলের বিরুদ্ধে মামলা | চ্যানেল আই অনলাইন

প্রযুক্তি দানব অ্যাপলের বিরুদ্ধে মামলা | চ্যানেল আই অনলাইন

স্মার্টফোনের বাজার একচেটিয়া দখলের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। যেখানে অ্যাপলকে তার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, অ্যাপল তার স্মার্টফোনে এমন কিছু নিয়ম চালু রেখেছে, যার কারণে অ্যাপের বাজারের অন্য প্রতিযোগীরা টিকতে পারছে না। সেই সঙ্গে এটি উদ্ভাবনের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে। অ্যাপল তাদের আইফোনের মাধ্যমে বেআইনিভাবে বাজারে প্রতিযোগিতা সীমিত করে রেখেছে বলেও মামলায় অভিযোগ করেছে মার্কিন বিচার বিভাগ।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, অ্যাপল অ্যাপ, বিভিন্ন পণ্য ও সেবার বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে, যার ফলে ব্যবহারকারীরা আইফোনের ওপর অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। তিনি বলেন, অ্যাপল স্মার্টফোনের বাজারে একচেটিয়া ক্ষমতা বজায় রেখেছে শুধুমাত্র তার যোগ্যতার ভিত্তিতে নয় বরং ফেডারেল অ্যান্টি-ট্রাস্ট আইন লঙ্ঘন করে।

এই বিষয়ে অ্যাপলের মুখপাত্র ফ্রেড শেইনজ দাবিগুলো অস্বীকার করে বলেন, অ্যাপল কঠোরভাবে এর মোকাবিলা করবে। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি যে এই মামলাটি তথ্যগত এবং আইনিভাবে ভুল। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির অধ্যাপক রেবেকা অ্যালেনসওয়ার্থ মামলাটিকে একটি ব্লকবাস্টার বলে অভিহিত করেছেন।

Scroll to Top